জনাব কে এ আর এম মোস্তফা কামাল, আইএফআইসি ব্যাংক পিএলসি এর উপ-ব্যব¯’াপনা পরিচালক এন্ড চীফ অফ এইচ আর এন্ড লজিটিক্স হিসাবে ১৩ই মে ২০২৪ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।
জনাব মোস্তফা কামাল ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ ব্যব¯’াপনা বিভাগের প্রধান হিসাবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। জনাব মোস্তফা কামালের বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৪ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই সুদীর্ঘ কর্মসময়ে তিনি সেনাবাহিনীর মানবসম্পদ ব্যব¯’াপনা, ব্যবসায়িক প্রক্রিয়া, নিরাপত্তা এবং লজিস্টিকস সহ আরো বিভিন্ন জ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাস্ট ব্যাংক এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
জনাব মোস্তফা কামাল আইএফআইসি ব্যাংক কর্তৃক নিযুক্ত আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক।