নিউইয়র্ক-ভিত্তিক বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক জেপি মরগ্যান চেজ-এর সম্মানজনক ‘২০২১ মার্কিন ডলার ক্লিয়ারিং এলিট এমটি ১০৩’ স্বীকৃতি পেয়েছে আইএফআইসি ব্যাংক।
অটোমেটেড স্ট্রেইট থ্রু প্রসেস (এসটিপি) বা গ্রাহকদের তহবিল স্থানান্তর পরিচালনা কার্যক্রম ৯৯.১৭% স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করায় আইএফআইসি ব্যাংক-কে এই পুরষ্কার প্রদান করা হয়।
রবিবার (৩১ অক্টোবর,২০২১) আইএফআইসি টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার -এর কাছে এ প্রশংসা এবং সনদ পত্র তুলে দেন জেপি মরগ্যান চেজ বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক ও প্রধান প্রতিনিধি জনাব সাজ্জাদ আনাম। এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ্ মোহাম্মদ মঈনউদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল হাসনাত-সহ উভয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।