নিউজ ও ইভেন্ট

আইএফআইসি ব্যাংকে উৎযাপিত হচ্ছে মাসব্যাপী “মধুমাস উৎসব ২০২৪”

Date: 03 July 2024

বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। গ্রীষ্ম মৌসুমে আম,জাম,কাঁঠাল,লিচু,জামরুল,ডেওয়া,লটকন, বাঁতাবি লেবু প্রভৃতি নানা মৌসুমী ফলে ম-ম করে বাংলার আকাশ-বাতাস। প্রকৃতির এই অপার দানকে ব্যাংকের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে উদ্যাপনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও আইএফআইসি ব্যাংক আয়োজন করেছে ‘আইএফআইসি মধুমাস উৎসব ২০২৪ ’।
এরই অংশ হিসেবে আজ বুধবার (৩ জুলাই ২০২৪) আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় উৎযাপন করা হয় মধুমাস উৎসবের। এসময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুল হাসনাত, উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনিতুর রহমান, মোঃ রফিকুল ইসলাম সহ উর্ধ্বত্বন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকেরা।
১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর উদ্যোগে মাসব্যাপী প্রতিটি শাখা-উপশাখায় উৎযাপিত হবে “ আইএফআইসি মধুমাস উৎসব”।