নিউজ ও ইভেন্ট

আইএফআইসি ব্যাংকের উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

Date: 02 June 2022

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর এসএমই সেগমেন্টের উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (২ জুন ২০২২) আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ এসএমইর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আইএফআইসি ব্যাংক প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ আলম সারওয়ার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব ওবায়দুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক মো. আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোহাম্মদ মঈনউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল হাসনাত, মানবসম্পদ বিভাগের প্রধান জনাব কে এ আর এম মোস্তফা কামাল, ব্রাঞ্চে’স এন্ড এসএমই বিভাগের প্রধান জনাব এ টি এম রাজিউর রহমান -সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।