জাল নোট শনাক্তকরণের ওপর ব্যাংকের কর্মীদের সচেতন করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার।
শনিবার (১১ জুন ২০২২) আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মনিতুর রহমান।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীর পরিচালক জনাব নূর মোহম্মদ শেখ। এ সময় আইএফআইসি ব্যাংকের প্রায় শতাধিক কর্মী সরাসরি জাল নোট সনাক্তকরণ ও এর বিস্তার প্রতিরোধে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কাস্টোমার সার্ভিস সেন্টার জনাব ঠাকুর লক্ষণ চন্দ্র ঘোষ, হেড অব ট্রেনিং ইনস্টিটিউট জনাব আহমেদ মঞ্জুরুল হাসান আদনান, হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট জনাব মুক্তি চক্রবর্তী-সহ ব্যাংকের উর্ধ্বত্বন কর্মকর্তারা।